আর একদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। ৮ দলের এই মহারণে অংশ নেবে বাংলাদেশও। টুর্নামেন্ট শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে বাংলাদেশের সব পরিসংখ্যান।
এশিয়া কাপের শুরু ১৯৮৪ সালে। তবে সেবার অংশ নেওয়া হয়নি বাংলাদেশ। বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপে খেলে ১৯৮৬ সালে। শ্রীলংকাতে অনুষ্ঠিত সেই আসরে অংশ নিয়েছিল শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশ। তিন দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করে।
এরপর প্রতিটা আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৫ বার এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে খেলেছে বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশ অংশ নিয়েছে মোট ১৫টি আসরে। এর মধ্যে তাদের সর্বোচ্চ সাফল্য রানার্সআপ হওয়া। এখন পর্যন্ত মোট তিনবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সাকিব-তামিমদের।
এরপর ২০১৬ ও ২০১৮ সালে টানা দুইবার ফাইনালে ওঠে বাংলাদেশ। দুইবারই ভারতের কাছে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের।
এশিয়া কাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে তিনবার, চতুর্থ হয়েছে ৭ বার, ৫ম হয়েছে ২ বার।
১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশের। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।