সীতাকুণ্ডে সাগরে ভেসে যাওয়া আরও একজনের মরদেহ উদ্ধার
৭ জুলাই ২০১৮ ১৫:৫৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে যাওয়া আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহই উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ ডুবুরি দল।
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
শনিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ইয়াসিন (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ইয়াসিন ছাপাখানার কর্মী ছিলেন।
এর আগে দুপুর ১টার দিকে সাইফুল ইসলাম (২৪) ও আলাউদ্দিনের (২০) মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মী ছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সমুদ্র সৌকতের যে স্থান থেকে তারা ভেসে গিয়েছিল, তার কাছাকাছি এলাকা থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২১ জুন নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসলে নেমে করুণ মৃত্যুর শিকার দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই। এরা হলেন- নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড়া এলাকার খোকনের ছেলে শানারপাড়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাজমুল হাসান ইমন (১৯) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র রাজ (১৬)।
সারাবাংলা/আরডি/এমআই