Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ৫ বিভাগে কমবে তাপমাত্রা, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬

ঢাকা: টানা কয়েক দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণে। তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৮ সেপ্টেম্বর) দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রোববার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আগামী পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এর পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, টানা কয়েক দিনের দাবদাহের পর বৃষ্টি বাড়তে থাকলে তাপমাত্রা কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে। তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যাও দেখা দিতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

ফেসবুক স্টোরি থেকে আয় করার উপায়
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর