Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬

আটক ১৬ জন।

সুনামগঞ্জ: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জের তাহিরপুরে ১৬ জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলাগাঁও নদীতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ১৬ জনকে কারাদণ্ড দেন এবং একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), সাজিনুরের ছেলে মো. ইজাজুল (১৯), মহিউদ্দিনের ছেলে আজিম উল্লাহ (২৩), আতাবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২), হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), সামছুল নুরের ছেলে মো. খসরু (২৩), আসাদ নুরের ছেলে জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯), জমির হোসেনের ছেলে মো. হোসাইন (২৯), মর্তুজ আলীর ছেলে সাগর (১৯), আতাউর রহমানের ছেলে মো. জুবায়েল (১৯), ফালু মিয়ার ছেলে আমিন (২২), আজর আলীর ছেলে মো. আবিদ নুর (২১) এবং আব্দুল আলীর ছেলে সাজারুল হোসেন (২০)।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে। জব্দ করা নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার হেফাজতে রাখা হবে।

সারাবাংলা/এনজে

অবৈধ আটক বালু উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর