ঢাকা: ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।ডিএমপি গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম এর গোলটেবিল আলোচনা অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে আবু আলম শহীদ খান বলেন, ‘আওয়ামী লীগের সবাই দেশেই আছে। এক হাজার লোক এদিক-ওদিক চলে গেছে। এক হাজারের বেশি তো আমি দেখি না। কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে। দেশের মধ্যে আছে। আওয়ামী লীগের ২০ শতাংশ হোক, ২৫ শতাংশ হোক বা ৪০ শতাংশ হোক সমর্থন আছে।’
তিনি বলেন, ‘তাদের ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না। করাটা হয়তো সংগত হবে না এবং করা যাবে না। সেটা নিয়ে তো আলোচনা হতে হবে।’