ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু অর্থায়নে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার কিংবা যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা আসছে না। জলবায়ু অর্থায়নে খুব সম্ভবত বাংলাদেশের জন্য বছরে ৩ হাজার কোটি ডলার প্রয়োজন। অথচ আইএমএফ থেকে ১০০-১৫০ কোটি ডলার বের করতেই আমাদের জান বেরিয়ে যায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথভাবে সাংবাদিকদের জন্যে এই কর্মশালার আয়োজন করে৷
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব তৈরি দুর্যোগও বেশি হয়। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩ হাজার কোটি ডলার দরকার। সামনে আইএমএফ-এর সঙ্গে ৫০০ কোটি ডলারের নেগোসিয়েশন করা হবে।
তিনি বলেন, ক্লাইমেট নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু কাজ কম করি। অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তা রক্ষা করে না। দুর্যোগে মোকাবিলায় জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণই মোকাবিলায় এগিয়ে আসে। স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা করে। বাংলাদেশ কিন্তু এদিক থেকে প্রথম কাতারে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে- এটা আমাদের কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবী একটাই। আগামী প্রজন্মের জন্যে যদি বাসযোগ্য পৃথিবী যদি রেখে যেতে না পারি তাহলে হবে না। পৃথিবীকে বাসযোগ্য হিসাবে গড়ে তুলতে হবে।
পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মো. শফিকুল আলম প্রমুখ।