ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবল করা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ছাত্রদল সমর্থিত প্যানেলের শীর্ষ তিন পদের প্রার্থীরা এসব অভিযোগ তোলেন।
অভিযোগে বলা হয়েছে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে।
জিএস প্রার্থী হামিম বলেন, সাইবার অ্যাটাক হয়েছে। আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।
তানভীর আল হাদী মায়েদ নিজ আইডিতে স্ক্রিনশট সহ এক বার্তায় বলেন, ‘আমার আইডিটিও লক করা হয়েছিলো। পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই-হামিমের আইডি ভেরিফাইড ছিলো। আমার আইডি ভেরিফাইডও না।’
মায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরণের সাইবার এ্যাটাক আর চলমান সাইবার বুলিং-এর জবাব দিবে।’
এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাকালে কোনো কোনো ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। যা মানবাধিকার পরিপন্থি।
এতে বলা হয়েছে, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।