Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখাবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন বিএনপি গঠিত হবে, যে বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখাবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কমিটির মাধ্যমে ঠাকুরগাঁওকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ঠাকুরগাঁও গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, বিএনপি হলো সেই গণতান্ত্রিক দল, যে দল বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপি হলো সেই রাজনৈতিক দল বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছিল। বিএনপি হলো সেই রাজনৈতিক দল যারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০’-এর মাধ্যমে প্রথম সংস্কারের কথা বলে।’

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য দেন সামুজ্জামান দুদু, এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ।

দীর্ঘ আট বছর পর জেলার পাঁচ উপজেলা, তিনটি পৌরসভার ৮০৮ কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে নতুন নেতৃত্ব। রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ চলছে।

এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।

সারাবাংলা/এনজে

দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর