এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে কাল। টুর্নামেন্ট শুরুর একদিন আগে আম্পায়ারদের তালিকা প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আম্পায়ারদের এই তালিকায় আছেন দুইজন বাংলাদেশিও।
এবারের আসরের গ্রুপ পর্বে দায়িত্ব পালন করবে ৮ জন আম্পায়ার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দুজন করে আম্পায়ার বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে দায়িত্ব পাননি গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় ইভেন্টে দায়িত্ব পালন করা শরফুদ্দৌলা সৈকত। বাংলাদেশ থেকে এশিয়া কাপে যাচ্ছেন আম্পায়ার মাসুদুর রহমান ও গাজি সোহেল।
ভারত থেকে যাচ্ছেন রোহান পন্ডিত ও বিরেন্দর শর্মা। পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন।
আফগানিস্তান থেকে বেছে নেওয়া হয়েছে আহমেদ পাকতিন ও ইজাতুল্লা শফিকে। রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট টুর্নামেন্টজুড়ে থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।
আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।