Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯

ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষদের জন্য চলমান মাধ্যমে চাল-আটা বিক্রি কার্যক্রমের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকায় প্রচুর ঘনবসতি। এর আগে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করছিল। কিন্তু হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে প্রচুর জনদুর্ভোগ দেখা দিয়েছে। তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলিসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর