Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল ও ন্যায়বিচারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

বিশ্ব ইজতেমা। ফাইল ছবি

ঢাকা: টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ এবং ২০১৪ সালে চারজন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দাখিল, জড়িতদের গ্রেফতার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাওলানা সাদপন্থী বাংলাদেশের অনুসারীদের হামলায় ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ময়দানে শুরায়ী নেজামপন্থীর একজন খুন হন। আহত হয় অনেকে। এ ছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই কায়দায় শুরায়ী নেজামের অনুসারীদের ওপর হামলা চালায়। এতে চারজন মারা যান। এই ঘটনার নয় মাস পার হলেও এখনো চার্জশিট দাখিল করা হয়নি।’

বিজ্ঞাপন

অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার আরও বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো চার্জশিট দাখিল না হওয়ায় আমরা মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কায় আছি।’

সারাবাংলা/ইউজে/এইচআই

চার্জশিট বিশ্ব ইজতেমা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

উত্তাল নেপাল, কিন্তু কেন?
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর