ইসরায়েলের জেরুজালেমে সোমবার (৮ সেপ্টেম্বর) এক সশস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই জনকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। হামলাটি ঘটে উত্তর জেরুজালেমে একটি প্রধান সড়কের ব্যস্ততম বাসস্টপে। হামলাকারীরা একটি বাসে উঠে গুলি চালায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি সেনারা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে এবং রামাল্লাহর নিকটবর্তী কয়েকটি ফিলিস্তিনি গ্রামে অভিযানে নেমেছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর জানান, নিহতদের মধ্যে তিনজন তরুণ, প্রায় ৫০ বছর বয়সী এক নারী ও এক পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে এক গর্ভবতী নারীও আছেন। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় জেরুজালেমের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনায় সরাসরি কোনো দায় স্বীকার করেনি।