টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন তাদের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা ভালকুটিয়া গ্রামের মাদক বিক্রেতা মো. আব্দুল মালেক (৪০) ও কষ্টাপাড়া গ্রামের শুক্কুর (২৭)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, মাদক বিক্রেতা মো. আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, মাদক সেবনের অপরাধে শুক্কুরকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।