ঢাকা : রাজধানীর ডেমরার বামৈল তালতলা বাজার এলাকায় নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে বটির ওপর পড়ে প্রাণ গেল ছেলে রাকিব হোসেন বাবুর (২৫)।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার আবুল কাশেমের ছেলে। তারা ডেমরার বামৈল তালতলা বাজার এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। রাকিব ব্যাটারিচালিত রিকশা চালাক ছিলেন।
নিহতের মামা আব্দুস সালাম জানান, রাকিব নিয়মিত মাদক সেবন করত। মাদকাসক্ত হওয়ায় নিয়মিত রিকশা চালাতো না। প্রায়ই নেশার টাকার জন্য তার বাবা আবুল কাশেমের সঙ্গে ঝগড়া করত। ফের টাকার জন্য তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তি হলে রাকিব ভারসাম্য হারিয়ে বটির ওপর পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।