Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ : দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

ঢাকা: এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

এরপর রুবাইয়াতকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে, ১৬ এপ্রিল প্রতারণা, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় রুবাইয়াতকেও আসামি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর

অর্থ আত্মসাৎ গ্রেফতার দুদকের মামলা শিবলী রুবাইয়াত

বিজ্ঞাপন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর