চট্টগ্রাম ব্যুরো : প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসা, এবার এমন সেবা নিয়ে চট্টগ্রামে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে চিকিৎসা দিয়ে বিদ্যানন্দের এ কার্যক্রমের সূচনা করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন এ কাজে বিদ্যানন্দকে সহায়তা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘প্লাস্টিক দ্রব্যগুলো পচনশীল না হওয়ায় পরিবেশে ক্ষতি করে। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ এ প্লাস্টিক বর্জ্য। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগের কারণে প্লাস্টিকের দূষণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে আশা করা যায়।’
তিনি আরও বলেন, ‘মানুষের মৌলিক অধিকার চিকিৎসা। কিন্তু সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগ দেশে নজির স্থাপন করবে। অর্থের অভাবে যারা চিকিৎসা বঞ্চিত হচ্ছে, এ উদ্যোগের কারণে তারা চিকিৎসা সেবা পাবে।’
বিদ্যানন্দের ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল উদ্দিন জানিয়েছেন, প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ। নগরীর কসমোপলিটনসহ আরও কয়েকটি কেন্দ্রে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে গাইনি, চক্ষু, মেডিসিনের চিকিৎসক নিয়মিত থাকবেন এবং পাশাপাশি সেখানে ল্যাব সুবিধা ও ফার্মেসিও আছে।
‘চিকিৎসকের পরামর্শ পত্রে যেসব ওষুধ এবং রোগ নির্ণয়ের কথা উল্লেখ করা হবে, সেগুলো প্লাস্টিক পণ্যের মূল্যের বিনিময়ে হাসপাতাল থেকে গ্রহণ করা যাবে। সাধারণ লোকজন টাকা ছাড়া শুধু প্লাস্টিক বর্জ্য দিয়ে চিকিৎসা সেবা পাবেন।’
চট্টগ্রামে ‘পাইলট প্রকল্প’ হিসেবে এ কাযর্ক্রম শুরু হলেও সাড়া পেলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান ও ডা. নিউটন ঘোষ, মেয়রের একান্ত সহকারী জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ।