ঢাকা: পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি ‘সাফকো স্পিনিং মিলস লিমিটেড’-এর শেয়ার কারসাজির অভিযোগে ১২ ব্যক্তিকে মোট ৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থার একটি নির্ভরশীল সূত্র সারাবাংলা-কে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, সম্প্রতি কমিশন ২০২১ সালের ২ মে থেকে ২০ পর্যন্ত সময়ে সাফকো স্পিনিং মিলসের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে ১২ ব্যক্তিকে মোট ৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকাজরিমানা করেছে। এর মধ্যে মো. সজিব হোসেন-কে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা, মো. সুলেমান-কে মোট ৬৬ লাখ টাকা, মো. শরিফ-কে মোট ৩৩ লাখ টাকা, তসলিমা বেগম ও মো. সজিব হোসেন-কে মোট ২৭ লাখ টাকা, মো. অব্দুল কুদ্দুস আমিন-কে মোট ২৭ লাখ টাকা, একেএম খলিলুর রহমান-কে মোট ২৪ লাখ টাকা, নুরুননেসা সাকি-কে মোট ১৯ লাখ টাকা, মো. বেলাল হোসেন-কে মোট ৯ লাখ টাকা, আরিফা বেগম লাকি-কে মোট ৮ লাখ টাকা, তারান্নুম সাফি-কে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা, মাহমুদা আক্তার-কে মোট ২ লাখ টাকা ও কাজী মহিউদ্দীন আহমেদ-কে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বিগত ২০২১ সালের ২ মে থেকে ২০ জুন পর্যন্ত সময়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে একটি অসাধু চক্রের সদস্যরা একে অপরের সঙ্গে যোগসাজশ সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে কারসাজি করে কোম্পানিটির শেয়ারের দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিয়েছেন। ওই সময়ে অর্থাৎ ১ মাস ১৮ দিন কোম্পানির শেয়ারের দাম ২১.৫০ টাকা বা ২১৫ শতাংশ বেড়ে যায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে নিয়ন্ত্রক সংস্থা।
বাজার সংশ্লিষ্টরা জানান, গত ২০২১ সালের মে ও জুন মাসে গুঞ্জন ছিল- সাফকো স্পিনিং মিলসের শেয়ার নিয়ে কারসাজি চলছে। কোম্পানিটির ব্যবসা ও আর্থিক অবস্থার উন্নতির কারণে নয়, বরং কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়েছে। অবশেষে তদন্ত সাপেক্ষে কোম্পানিটির শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়েছে বলে বিএসইসি সূত্র জানায়।