ঢাকা: নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন সিকিউরড অবস্থায় নিরাপত্তার চাদরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না। আমি সবাইকে এই বিষয়ে আশ্বস্ত করছি।
তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন একটি বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ডিএমপি সার্বিকভাবে কাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আমরা গত এক সপ্তাহ যাবৎ ঢাবি এলাকায় নানাবিধ পুলিশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। যদিও দুইটি ছেলের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এটা ছাড়া আর কোনো বড় ধরনের ঘটনা হয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকাল যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং অনুরূপ কোনো ঘটনা হবে না। আগামীকালের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা চালু আছে, সেখানে আমরা ৮টি চেকপোস্ট চালু রেখেছি এবং ৮টি ভোটকেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা জোরদার করা হবে। সব জায়গায় মোবাইল পেট্রোল বহাল থাকবে।
তিনি বলেন, আমরা আমাদের অফিসারদের সঙ্গে বডি ক্যামেরা যুক্ত করে দিয়েছি। যদি কোনো ঘটনা ঘটে যায় তার জন্য বিশেষায়িত টিম এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াইট বাহিনী নিয়োগ করা থাকবে। পাশাপাশি ক্রাইম সিন ম্যানেজন্টে থাকবে। এছাড়া ডিবিও সাদা পোশাকে নিয়োজিত থাকবে এবং সিসি ক্যামেরা মনিটরিং সেল থাকবে। স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। পাশাপাশি সাব কন্ট্রোল রুমে আমি সর্বক্ষণিক থাকার চেষ্টা করব। পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার লোকজনও নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন, আজ ১ হাজার ৭৭১ জন পুলিশ ঢাবিতে নিরাপত্তার দায়িত্বে আছেন। আগামীকাল ২ হাজার ৯৬ জন পোশাকধারী পুলিশ শুধু ডিএমপি থেকে দায়িত্বে থাকবে। এর বাইরে র্যাব বিজিবি স্ব স্ব বাহিনী নিয়োগ করবে। কোনোরূপ নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
তিনি আরো বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাস এরিয়াতে কোন বৈধ লাইসেন্স অস্ত্র বহন করা যাবে না। এই ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ক্যাম্পাসের সর্বত্রই পুলিশের সদস্যরা থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নিকটস্থ পুলিশ সদস্যদের জানানোর অনুরোধ করছি।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আগামীকাল শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং-এ কিছু বিকল্প রাস্তা বা ‘ডাইভারশন’ চালু থাকবে। সবাইকে একদিনের জন্য বিকল্প রাস্তাগুলো ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।