Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কওমি-সুন্নি সংঘর্ষ: হাটহাজারী থানার ওসি বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩২

চট্টগ্রাম ব্যুরো: কওমি মাদরাসার শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের সংঘর্ষের পর চট্টগ্রামের হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনকে বদলি করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (সোমবার) হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর মো. মনজুর কাদের ভূঁইয়াকে হাটহাজারী থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে জনস্বার্থে এ বদলি আদেশের কথা বলা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক যুবকের আপত্তিকর একটি পোস্টকে কেন্দ্র করে গত শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রামে হেফাজতে ইসলামের মূল কেন্দ্র হিসেবে খ্যাত আলোচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা) মাদরাসার সামনে শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রোববার বিকেলে মাদরসা কর্তৃপক্ষ ও আহলে সুন্নতপন্থীদের নিয়ে সমঝোতা বৈঠকে বসে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে উভয়পক্ষ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার বিষয়ে একমত হন। ওই বৈঠকের পর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। অবশেষে বদলি আদেশের মধ্য দিয়ে সেই গুঞ্জনের অবসান হলো।

সারাবাংলা/আরডি/পিটিএম

কওমি-সুন্নি সংঘর্ষ র ওসি বদলি হাটহাজারী থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর