Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তিতুমীর কলেজ প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) কলেজের মূল ফটকের পাশে এ চিকিৎসা ক্যাম্প বসানো হয়। দিনব্যাপী ক্যাম্প থেকে শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কায়েস সামি, জালালাবাদ স্টুডেন্টস’এসোসিয়েশন তিতুমীর কলেজ এর উপদেষ্টা শিল্পী রয় এবং জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পের প্রশংসা করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন কামাল প্রিন্স বলেন, চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে জালালাবাদ স্টুডেন্টস’ এসোসিয়েশন সরকারি তিতুমীর কলেজের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমরা আনন্দিত। এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের প্রতি।

বিজ্ঞাপন

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে ছাত্রকল্যাণমূলক এ ধরনের আয়োজন এই প্রথম দেখলাম। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আজকের ফ্রি চিকিৎসা সেবায় আমরা উপকৃত হয়েছি। এমন আয়োজন আরও প্রয়োজন।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কায়েস সামি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা রক্ত দিতে চান, তাদের রক্ত আমরা প্রকৃত প্রয়োজনে পৌঁছে দিই। তরুণদের রক্তদানে উৎসাহিত করা গেলে দেশে রক্ত সংকট অনেকটাই কমে আসবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন তিতুমীর কলেজ এর উপদেষ্টা শিল্পী রয় বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। চিকিৎসা সেবা দেওয়া ভালো কাজ। তবে এখন মানসিক চিকিৎসা সেবা দেওয়া এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাদের এই আয়োজনের জন্য সাধুবাদ জানাই।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর