Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৯

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। দিবসটি উপলক্ষ্যে সম্প্রতি হাসপাতালটিতে একটি বিজ্ঞানবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বপ্রথম ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যানসার উইক-এ প্রতি বছর ৭ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক দিবসটি উদযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং ২০২৫ সালের শুরুতে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। এর মূল উদ্দেশ্য ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা এবং রেডিয়েশন থেরাপি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করা ইত্যাদি।

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরা হয় এবং এর জীবনরক্ষাকারী ভূমিকা সম্পর্কে স্বাস্থ্যসেবা, পেশাজীবীসহ সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

সেসময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কারসহ এভারকেয়ার হসপিটাল ঢাকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান এবং রেডিয়েশন চিকিৎসা নিয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন।

এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ‘ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে ক্যানসার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রেডিওথেরাপি একটি শক্তিশালী অস্ত্র। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ রোগীরা এর সুফল পেতে পারেন।’

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘ক্যানসার রোগীদের প্রায় অর্ধেকের চিকিৎসায় কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়, যা আধুনিক অনকোলজির অবিচ্ছেদ্য অংশ। তাই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের কাছে পৌঁছে দিতেও আমাদের কাজ করতে হবে।’

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, ‘রেডিওথেরাপি আধুনিক চিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াতেই পারে, তবে সম্মিলিভাবে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে এসব ধারণা দূর করা সম্ভব। রোগীদের জানাতে ও বোঝাতে হবে যে, রেডিওথেরাপি নিরাপদ, কার্যকর এবং জীবন রক্ষাকারী।’

প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্যানসার চিকিৎসার উন্নয়নে প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সারাবাংলা/জিএস/এইচআই

এভারকেয়ার হসপিটাল দিবস রেডিওথেরাপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর