কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কামালকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিসকক্ষে আটকে রাখেন।
পরে স্থানীয় মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে
মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে কামাল পালিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, ‘পারিবারিক শত্রুতার কারণে আমাকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে।’
এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, যৌন হয়রানির অভিযোগে ঘটনাটি ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।