Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৭

মরদেহ। প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় খড়ের গাদার নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। একইসঙ্গে একটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সকালে তার গরুটি গোয়ালঘর থেকে বের করে বাড়ির পাশে থাকা বিশাল খড়ের গাদার নিচে বাঁধছিলেন। এ সময় হঠাৎ করে খড়ের গাদাটি ভেঙে পড়লে গরুসহ তিনি তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত খড় সরিয়ে তাদের উদ্ধার করেন।

বিজ্ঞাপন

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

খড়ের গাদা চাপা পড়ে নিহত নিহত পঞ্চগড়

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০২

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর