Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আরেফিন তুষার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

সাংবাদিক আরেফিন তুষার

বরিশাল: ‎দৈনিক কালবেলার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার (৪০) ইন্তেকাল করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

‎অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

‎আরিফিন তুষার বরিশালের হিজলা উপজেলার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিক আরিফিন বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে শেবাচিম হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
৭ জানুয়ারি ২০২৬ ০৮:৪১

‎নিয়োগ দিচ্ছে বম্বে সুইটস
৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর