Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনমজুর হত্যা মামলা
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০

আদালতে সাবেক এমপি বিপ্লব।

মুন্সীগঞ্জ: জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে এমপি বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

এর আগে, গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুর-কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় প্রায় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিপ্লব।

সারাবাংলা/এসডব্লিউ

দিনমজুর হত্যা মামলা রিমান্ড মঞ্জুর সাবেক এমপি বিপ্লব

বিজ্ঞাপন

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

আরো

সম্পর্কিত খবর