Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস, ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প আহ্বান


৭ জুলাই ২০১৮ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৮। আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকল্প জমা দিতে পারবেন আগ্রহীরা। শনিবার (৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবীর এই ঘোষণা দেন।

এবার ৩৫টি ক্যাটাগরির প্রত্যেকটি থেকে ৩ জন করে মোট ১০৫ জনকে মনোনীত করা হবে। এছাড়াও তিনটি বিশেষ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের প্রকল্প জমা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৮ এর আয়োজক কমিটির আহ্বায়ক দিদারুল আলম, পরিচালক (অর্থ) মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বেসিস সভাপতি বলেন, গত ৩ জুলাই থেকে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৮ কার্যক্রম শুরু হয়েছে। এতে বিজয়ী ১০৫ জনের মধ্যে থেকে আগামী ৯ থেকে ১৩ অক্টোবর চীনের গুয়াংজুতে অনুষ্ঠেয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হবে।

“বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা তথ্য-প্রযুক্তির বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করছি। সারাদেশ থেকে উদ্ধাবনী এবং সম্ভাবনাময় প্রকল্পগুলোকে বাছাই করে পুরস্কার দিচ্ছি। বিভিন্ন ক্যাটাগরিতে জমা পড়া এসব প্রকল্পগুলো আমাদের তথ্য-প্রযুক্তিখাতের বিপুল সম্ভাবনাকে তুলে ধরছে। পরবর্তীতে বাছাই করা প্রকল্পগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডে মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরতে চীনের গুয়াংজুতে পাঠানো হবে।”

দিদারুল আলম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যক্তি উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দেওয়া। এই লক্ষ্যে নিয়েই দ্বিতীয়বার প্রকল্প জমা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/জিএস/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর