ঢাকা: নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সব বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া দিয়েছে নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। সেইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ স্থান/হোটেলে অবস্থানের জন্য কঠোরভাবে আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি আদেশে এ কথা জানানো হয়েছে।
এক জরুরি আদেশে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, নেপালের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সকল বাংলাদেশি নাগরিক অর্থাৎ নেপালে আসা যাত্রীদের নেপালে বিমানে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
একইসঙ্গে বাংলাদেশ হাই কমিশন জরুরি পরিস্থিতিতে অনুগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। প্রয়োজনে মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮ ৩৮১ এই নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।