ঢাকা: করদাতাদের ই-রিটার্ন দাখিলের বিষয়ে প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থার কর ব্যবস্থাপনা ও সেবা মূল্যায়ণ শাখার দ্বিতীয় সচিব মো. রিয়াসাদ আজিম-এর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিং এর আয়োজন করা হয়েছে।’
এতে বলা হয়, ওই ট্রেইনিংয়ে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী করদাতা ও স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্যে একটি লিংকে আবেদন করতে হবে। আবেদনের লিংক :- https://nbr.gov.bd/form/e-return-training/eng
প্রসঙ্গত, এবার অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। পাঁচ শ্রেণীর করদাতা ছাড়া সকল ব্যক্তিশ্রেণীর করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এনবিআরের তথ্যমতে, সপ্তাহ খানেক আগেই ই রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।