Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
চট্টগ্রামে সৌন্দর্য ছড়াচ্ছে কাশফুল

স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

গ্রীষ্মের প্রখর তাপ আর বর্ষার অবিরাম বৃষ্টির পর শরৎ আসে এক স্নিগ্ধ, শান্ত রূপ নিয়ে। এই ঋতুর প্রধান আকর্ষণ হলো দিগন্ত বিস্তৃত কাশফুলের সাদা সমারোহ। কাশফুল যেন শুভ্রতার প্রতীক, যা জানান দেয় শরতের আগমন। নদীর ধারে, খোলা মাঠে কাশফুলের বন বাতাসে দুলতে থাকে, যা দেখতে অত্যন্ত মনোরম।

শরতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন নদীর পাড় বা খোলা মাঠে। চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকার মতো জায়গাগুলোতে কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন বহু মানুষ। শরতের আকাশে ভেসে বেড়ানো মেঘের ভেলা আর মাটিতে ফুটে থাকা কাশফনের শুভ্রতা মানুষের মনে আনন্দের দোলা দেয়। এই সৌন্দর্য উপভোগের জন্য মানুষ দলে দলে ছুটে আসে কাশবনে। ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কাশফুল ছবির গল্প শরৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর