Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন পুনর্বহালের দাবি : বুধ-বৃহস্পতিবার বাগেরহাটে হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

বাগেরহাট: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে আগামী বুধ ও বৃহস্পতিবার হরতাল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়েতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেক।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিদায় করে দাবি আদায় করা হবে। এসময় বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন প্রক্রিয়ায় চারটি আসনকে তিনটি করেছে এবং কাটা ছাটা করে জগাখিচুরি পাকিয়েছে, তা নির্বাচন সীমানা নির্ধারনের আইনের ৬ ধারা পরিপন্থি। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

অপরদিকে, একই দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেন।

এ সময় বক্তারা বলেন, বুধ ও বৃহস্পতিবারের হরতাল সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ হরতালে মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বন্ধ থাকবে ইপিজেডসহ সকল শিল্পকলকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ফেরি ও নদী পারাপারও। এ হরতালেও যদি ইসির টনক না নড়ে তাহলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

বাগেরহাট হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর