নোয়াখালী: নোয়াখালীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন (৩০) আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছেন। তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় সে ধরা পড়ে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আসামি শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে।
শাহাদাত ২০২২ সালে তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
মঙ্গলবার সকালে ওই মামলার শুনানির জন্য শাহাদাতকে আদালতে আনা হয়। শুনানি শেষে পুলিশি পাহারায় তাকে হাজতখানায় নেওয়ার সময় সে আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পড়ে। এরপর সে দৌড়ে কিছুদূর চলে গেলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে ফের আটক করা হয়। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নিয়ে যাওয়ার সময় সে হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। ঘটনার পরপরই পুলিশ ধাওয়া করে তাকে আটক করা হয়।