Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

মরদেহ। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান বিশ্বাস (৫৫) নামে এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার উত্তর কাটদহ গ্রামে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।

মৃত মিজানুর রহমান ওই গ্রামের মৃত কোমর উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস উত্তর কাটদহ এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বসে থাকা মিজানুর রহমান ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। সংবাদ পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পোড়াদহ জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর