পঞ্চগড় : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড় জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি শেলিনা করিম ও জেলা মহিলা দলের সহ-সভাপতি জেবুন নাহার।