Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের সার্বিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

ঢাকা: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণায় ব্যবসা বন্ধের আশঙ্কা এবং ক্ষমতাসীন সরকারের দুর্নীতির তীব্র আন্দোলনে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। একইসঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে। বর্তমানে দেশটির বিমান চলাচল বন্ধ রয়েছে। এখনও বিক্ষোভের জেরে দেশটিতে এখনও সংঘাত বিদ্যমান। নেপালের সার্বিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ঢাকা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নেপাল পরিস্থিতির ওপর আমরা দৃষ্টি রাখছি। সেখানে হাইকমিশনের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। তারা আমাদের আপডেট পরিস্থিতি জানাচ্ছে। আপাতত নেপাল ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের নাগরিকদের সুরক্ষার বিষয়টিও দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নেপাল থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্যদের আজ মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও সেখানকার বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সব ফ্লাইট বাতিল করা হয়। এতে তারা আটকা পড়ে গেছেন কাঠমান্ডুতে। জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা কার্যক্রমে সেখানে অবস্থান করছিল, তারাও কাঠমান্ডুতে আটকা পড়েছেন।

সারাবাংলা/একে/এসএস

গভীর ঢাকা নজর নেপাল পরিস্থিতি সার্বিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর