Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সন্তোষজনক : সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারাদেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, কেউ যদি ভাবেন- নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর