Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনি লড়াইয়ে যাচ্ছেন তদন্তে অসন্তুষ্ট সাংবাদিক রুবেল খান


৭ জুলাই ২০১৮ ১৮:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় করা তদন্তে সন্তুষ্ট হতে পারেননি তার বাবা সাংবাদিক রুবেল খান। তদন্ত প্রতিবেদনে ভুল চিকিৎসার বিষয়টি উঠে না আসায় এই অসন্তোষের কথা জানিয়েছেন তিনি।

শনিবার (৭ জুলাই) রুবেল খান সারাবাংলাকে জানিয়েছেন, রাইফার মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই মামলা করবেন।

চট্টগ্রামের সিভিল সার্জনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে রাইফা খানের মৃত্যুর জন্য তিন চিকিৎসকের অবহেলাকে দায়ী করা হয়। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো ভুল পায়নি তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনের তৃতীয় দফায় বলা হয়েছে- ‘মৃত শিশু কন্যাকে ভর্তিকালীন সময় থেকে পরবর্তী যে চিকিৎসা দেওয়া হয়েছে তাতে রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধের প্রয়োগ যথাযথ ছিল।’

শনিবার (৭ জুলাই) দুপুরে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রুবেল খান বলেন, তদন্তে আমি পুরোপুরি সন্তুষ্ঠ নয়। কারণ রাইফার ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে ভুল চিকিৎসা পুরোপুরি স্পষ্ট। গলা ব্যাথার জন্য আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করার পর তাকে যখন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়, তখন সে রিঅ্যাক্ট করে। আমি বিষয়টি দেখে তাকে আর এন্টিবায়োটিক না দেওয়ার কথা বলি। আমি বুঝতে পারছিলাম, অ্যান্টিবায়োটিক সে নিতে পারছে না।

‘এরপরও তাকে দ্বিতীয়বার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এর ফলে তার খিঁচুনি শুরু হয়। একপর্যায়ে রাইফা মারা যায়। তাহলে ভুল চিকিৎসার বিষয়টা তদন্ত রিপোর্টে আসল না কেন?’ বলেন রুবেল খান

তিনি বলেন, দুয়েকদিনের মধ্যে আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

গত ২৮ জুন দৈনিক সমকালের জেষ্ঠ্য প্রতিবেদক রুবেল খানের আড়াই বছরের শিশু গলা ব্যাথায় আক্রান্ত রাফিদা খান রাইফাকে নগরীর মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুন রাতে শিশুটি মারা যায়। শুরু থেকেই রুবেল খান তার মেয়ের মৃত্যুর জন্য ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলাকে দায়ী করে আসছিলেন।

ঘটনার রাতেই সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে ম্যাক্স হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ ডা. দেবাশীষসহ তিনজনকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়। খবর পেয়ে বিএমএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী কয়েকজনকে নিয়ে চকবাজার থানায় গিয়ে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে ঔর্দ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এ সময় পুলিশের মধ্যস্থতায় ঘটনা তদন্তে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে বিএমএ ও সাংবাদিকদের প্রতিনিধিও ছিল। তবে বিএমএ পরে তাদের প্রতিনিধি প্রত্যাহার করে নেয়। কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

৫ জুলাই সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী এবং সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে দেওয়া হয়।

এদিকে শিশু রাফিয়ার মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতার এবং ফয়সল ইকবালের ঔর্দ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে আন্দোলন করছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা।

সারাবাংলা/আরডি/এমআই

শিশু রাইফা খানের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর