Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩

ঢাকা : নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–কাঠমুন্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ মঙ্গলবারের ঢাকা–কাঠমুন্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমুন্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে বলেও জানিয়েছেন রওশন কবীর।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এসআর

কাঠমুন্ডু নেপাল ফ্লাইট স্থগিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর