সাংবাদিকতায় পুরস্কার পেলেন ইতালি প্রবাসী মিনহাজ
৭ জুলাই ২০১৮ ১৮:০৫
।। ইসমাইল হোসেন স্বপন।।
ইতালি প্রতিনিধি : ইতালি প্রবাসী সাংবাদিকদের মধ্যে মো. মিনহাজ হোসেন একটি পরিচিত নাম। ইতালির নাপলী থাকাকালে তিনি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ পরিবেশন করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার এই যোগ্যতাকে সম্মান দেখিয়ে বাংলা প্রেসক্লাব, ইতালি তাদের সর্বশেষ সাধারণ সভায় জনাব মিনহাজকে প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়েছে। সম্প্রতি এই সাংবাদিক মাল্টিমিডিয়া সংগঠনের পুরস্কার পেয়েছেন।
মিনহাজ হোসেন ১৯৯৩ সালে সিলেটের বিয়ানীবাজার থানার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি জমান, বাংলাদেশে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিদেশে প্রথমে ২০১৪ সালে রাশিয়া এলে পরবর্তীতে তিনি বিভিন্ন দেশ সফর শেষে ইতালিতে থিতু হন।
প্রথমে নাপলিতে গার্মেন্টসের কাজ করলেও পাশাপাশি সাংবাদিকতাও করতেন। একটা সময়ে তিনি গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে সাংবাদিকতা শুরু করেন।
গত ৩০ জুন রবিবার ইতালিতে ইসলামিক ট্যালেন্টশোতে সংবাদ সংগ্রহে মাধ্যমে সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।
এছাড়া গত ২ জুলাই ইসলামিক ট্যালেন্ট শো ২০১৮ এর অর্গানাইজার মাল্টিমিডিয়া স্বত্বাধিকারী এ কে জামান তাকে শ্রেষ্ঠ সাংবাদিক ও ফটোগ্রাফার হিসেবে সম্মাননা দেন।
সারাবাংলা/একে