ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর উত্তেজনা বিরাজ করেছে ক্যাম্পাসজুড়ে। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে ওঠা অভিযোগ।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র সংসদ সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন চলাকালে মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নন। তার আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ বা অধিকার নেই। তবু কেন তিনি এখানে এলেন, সেটাই বড় প্রশ্ন।”
আবু বাকেরের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের আশপাশে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন এবং তাদের উপস্থিতি ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি করেছে।
গণমাধ্যমকে মির্জা আব্বাস বলেন, ‘এখন কেউ যদি অভিযোগ তোলে, আমি কী করতে পারি? আমি তো সেখানে যাইনি। বরং আমি গেলে খুশিই হতাম। যেতে পারলে ভালো লাগতো।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল থেকে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে অংশ নিতে মির্জা আব্বাস গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন। ঢাবিতে তার যাওয়ার বিষয়টি গুজব। তিনি সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন।”