Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনীতিতে নারীর অদৃশ্য অবদান দৃশ্যমান করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, মানবসভ্যতার অগ্রযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের অবদান রয়েছে। বিশেষ করে নারীরা দীর্ঘদিন ধরে সাম্যের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২১ সালের জরিপ অনুযায়ী নারীরা পুরুষের তুলনায় গড়ে ৭ দশমিক ৩ গুণ বেশি সময় অবৈতনিক কাজে ব্যয় করেন। কিন্তু এই শ্রমের স্বীকৃতি নেই। অর্থনীতিতে নারীর অদৃশ্য অবদান দৃশ্যমান করতে হবে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁও পরিসংখ্যান ভবনে বিবিএস কর্তৃক প্রণীত ‘Unpaid Household Production Satellite Account of Bangladesh’ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

শারমীন এস মুরশিদ বলেন, ‘নারীর অবৈতনিক কাজ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজকে স্বীকৃতি দিতে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কাঠামো গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক নীতিতে যত্নমূলক কাজকে অন্তর্ভুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব, শ্রম ও সামাজিক সুরক্ষা নীতিতে জেন্ডার সমন্বিত পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা দরকার। বেসরকারি খাতকে সম্পৃক্ত করে মর্যাদাপূর্ণ কেয়ারগিভিং চাকরি সৃষ্টি, কর্মক্ষেত্রে জেন্ডার সমতা এবং কেয়ার অবকাঠামোয় বিনিয়োগকে উৎসাহিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলী সিং, বিবিএস পরিচালক মো. ইমদাদুল হক, উপপরিচালক আসমা আক্তার এবং ইউএন উইমেন-এর প্রোগ্রামার নুবায়রা জাহিন বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এইচআই

অর্থনীতি শারমীন এস মুরশিদ শিশুবিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর