Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা চালকের ঘরে অস্ত্র, তিন নারীসহ আটক ৪


৭ জুলাই ২০১৮ ১৮:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের ঘর থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরং মোনাফখীল গ্রামের মো. শফির বাড়িতে পুলিশ অভিযান চালায়।

আটক চারজন হলেন, শফির স্ত্রী মনোয়ারা বেগম (৫২), ছেলে এমদাদ উল্লাহ (২৫), আরেক ছেলে আমানউল্লাহর স্ত্রী রেনু আক্তার (৩২) ও তার মেয়ে সাকী আক্তার (১৯)। এমদাদ উল্লাহও অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।

জব্দ করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় এলজি, ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি, ১৩টি কার্তুজ, ২টি চাপাতি এবং ১টি ছোরা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম সারাবাংলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানিয়েছেন, আনোয়ার নামে এক সন্ত্রাসী ব্যাগভর্তি অস্ত্রগুলো তাদের ঘরে রেখে গেছে। আনোয়ারের নামে থানায় কয়েকটি মামলা আছে। আমরা আনোয়ারকে গ্রেফতারের জন্য খুঁজছি।

যেহেতু শফির ঘরে অস্ত্র পাওয়া গেছে, সেজন্য আমরা ওই ঘরে যাদের পেয়েছি তাদের আটক করেছি- বলেন আবদুল্লাহ আল মাসুম।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর