ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সুফিয়া কামাল হলের ভোট গণনা শেষে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি ১২৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান ৪৭০ ভোট পেয়েছেন। ভিপি পদে মোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আলোচিত প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৫৫ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ৫৪৭ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৭ ভোট পেয়েছেন। স্বতন্ত্র ইংরেজি বিভাগের শামীম হোসেন ৪৮৫ ভোট, সমন্বিত শিক্ষার্থী সংসদের জামালুদ্দীন খালিদ ৪৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের তানভীর বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন। অন্যান্যদের মধ্যে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ২১৬ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের আল সাদী ভূইয়া ৪৬ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ১১৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ৩৯৭ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ৭৮ ভোট, স্বতন্ত্র তাহমিদ আল মুদাসসির ৩৫৩ ভোট পেয়েছেন।