ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনায় সুফিয়া কামাল হলের মতো ফজলুল হক মুসলিম হলেও অনেকটা এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। ভিপি পদে তিনি ভোট ৮৪১ পেয়েছেন। নিকবর্তী পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ১৮১ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে এই তালিকা প্রকাশ করা হয়। আলোচিত প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ১৫৩ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। সমন্বিত শিক্ষার্থী সংসদের জামালুদ্দীন খালিদ ২২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের তানভীর বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন। অন্যান্যদের মধ্যে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ৩৮১ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ১৮৮ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ৩৫ ভোট, স্বতন্ত্র তাহমিদ আল মুদাসসির ১২১ ভোট পেয়েছেন।