Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে আটকে পড়া ফুটবলারদের ফেরাতে যে বার্তা দিল সরকার

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ দল

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়ে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে দেশটিতে চলমান বিক্ষোভে আটকা পড়েছেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর সরকার।

নেপালে চলমান বিক্ষোভের মধ্যে আটকা পড়েছে বাংলাদেশ দল। নেপালের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচটা বাতিল হয়েছে। হোটেলে আটকা পড়া বাংলাদেশ দল কীভাবে দেশে ফিরবে, সেটাই এখন বড় প্রশ্ন।

আজ দুপুর ৩টায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা ছিল জামাল ভুঁইয়াদের। তবে দেশটির পরিস্থিতির অবনতি হওয়ার কারণে বন্ধ রয়েছে বিমানবন্দর। এতেই আটকা পড়েছেন বাংলাদেশের পুরো স্কোয়াড।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বর্তমানে প্রধান উপদেষ্টার দফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন বলেই জানানো হয়েছে এই বার্তায়। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সাথে ফোনে যোগাযোগ করে দলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং দেশে দ্রুত প্রত্যাবর্তনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

সারাবাংলা/এফএম

নেপাল বাংলাদেশ দল

বিজ্ঞাপন

ইতিহাস গড়ে শিবিরের ডাকসু জয়
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর