Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বনির্ধারিত চিকিৎসা শিডিউলের অনুযায়ী তারা আজ সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তবে কতদিন তারা সিঙ্গাপুরে থাকবেন তা এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, গত মাসেও মির্জা ফখরুল চোখের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

সারাবাংলা/এফএন/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর