জুরাইনে ট্রেনে কাটা পরে অজ্ঞাত যুবকের মৃত্যু
৭ জুলাই ২০১৮ ১৮:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করে। মৃত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট।
অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী জহির উদ্দিন জানান, বিকালে জুরাইন রেলগেটে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের নিচে কাটা পরে কোমরের নিচ থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও