Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০২

সংঘর্ষে নিহতদের মরদেহ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারভান সর্দ্দার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

সংঘর্ষে নিহত সারভান সরদার ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিছার সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত পাঁচজন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদার নামে একজনকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতলে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন

বিসিবির পরিচালক হলেন রুবাবা
৩ নভেম্বর ২০২৫ ১৪:০৮

আরো

সম্পর্কিত খবর