কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)। তাদের বাড়ির ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সারভান সরদার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তাদের মধ্যে বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে তিনি মারা যান।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে এক নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’