Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে ইসরায়েলি হামলায় তারেক রহমানের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি। আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগণকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের উচিত একটি জরুরি যুদ্ধ বিরতি, বন্দিদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ইসরায়েলের হামলা কাতার তারেক রহমান

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে নিটল মটরস
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭

আরো

সম্পর্কিত খবর