ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর মোহাম্মদ সালাহউদ্দিন। তারা বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা এবং সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য চালানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এর আগে তারা এনসিপি’র আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আবদুল্লাহ আল মাহমুদ এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন আর মোহাম্মদ সালাহউদ্দিন কেন্দ্রীয় সদস্য। সংবাদ সম্মেলনে তারা বলেন, দলের মধ্যে অন্তর্ভুক্তিকরণের মানসিকতার অভাব রয়েছে। কোরামের বা বলয়ের বাইরে গিয়ে কাউকে দায়িত্ব দেওয়ার ট্রাস্ট দলের মধ্যে নেই।
তারা আরও জানান, নিজের দলের ভেতরে বিরোধিতা থাকলে রাজনীতিতে বিরোধী দলের প্রয়োজন হয় না। পদত্যাগের সিদ্ধান্তে প্রাধান্য পেয়েছে সেনা সদস্য হিসেবে মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। একই সঙ্গে তাদের অভিযোগ, এনসিপি তাদের দলে সাবেক সেনা সদস্য রাখার ক্ষেত্রে আগ্রহী নয়।