ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ডও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে সারাহ কুক জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, মূলত ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নিতেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।